মোশাররফ করিম ও মোনালিসা। ছবি: কোলাজ
দেশেই বাইরেই থাকেন একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা। একসময় প্রবল জনপ্রিয়তা রেখে যুক্তরাস্ট্রে পাড়ি জমিয়েছিলেন তিনি। এখন সেখানেই স্থায়ী হয়েছেন। তবে মাঝেমধ্যেই দেশে আসেন।
নাটকে অভিনয় করেন। আবার ফিরে যান প্রবাসে।
যেমন গেল ৯ মে দেশে এসেছেন মোনালিসা। এসেই যোগ দেন একটি অনুষ্ঠানে।
সেখানে কথা বলেন বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে। তিনি বলেন, ‘কোভিডের আগে আমি এসেছিলাম, এরপর আর আসা হয়নি। চিন্তা করেছি সবাইকে সারপ্রাইজ দেব।’
এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘ দেশে আসবো না কেনো? এটা তো আমার দেশে।
মাঝে মাঝে আপনাদের জন্যই আসি। তবে একেবারে দেশে ফিরে আসার ইচ্ছে তো আছে। সেটা সম্ভব কি না, এখনো জানি না। এবার এসেছি কিছু দিন থাকব। আগামী ঈদের বেশকিছু কাজে করব।
আসন্ন ঈদে বেশ কিছু নাটক টেলিফিল্মে আমাকে দেখা যাবে। ইতিমধ্যে এসব নিয়ে আলাপ শুরু হয়েছে। আর আমার কাজগুলো যে একটু আলাদা হবে সেটা নিশ্চিত করে বলতে পারি। যেহেতু আমার কাজ আপনারা দেখেছেন, আপনারা জানেন।’
একটা সময় দেশের বড় বড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছি। এটার জন্য নিজেকে ভাগ্যবতী মনে করেন মোনালিসা। এছাড়া ভবিষ্যতে তাদের সঙ্গে আরও কাজ করতে চান এই অভিনেত্রী।
মোনালিসার বলেন, ‘আমি সত্যিই ভাগ্যবতী যে আমি দেশের সেরা সেরা অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি। মোশাররফ করিম ভাই, জাহিদ ভাই- এদের সঙ্গে কাজ করাটা অন্যতম পাওয়া, এটা সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আমি মোশাররফ ভাইয়ের সঙ্গে এখনো কাজ করতে চাই, মানে আমি যাদের সঙ্গে কাজ করেছি, তাদের সঙ্গে কাজ করতে চাই। দেখা যাক এখন কী হয়।’
বলে রাখা ভালো দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে মোনালিসা জুটি বেধে ‘কিড সোলায়মান’, ‘সুখ টান’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। সেগুলো বেশ জনপ্রিয়তায় পেয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রে থাকলেও দেশের জন্য মন পড়ে থাকে এই অভিনেত্রীর এমনটাই জানালেন মোনালিসা। বললেন, ‘আসলে আমি যদিও যুক্তরাষ্ট্রে বসবাস করছি। কিন্তু মনটা দেশেই পড়ে থাকে। আমি জানি এখানে আমার একটা বড় ভক্ত শ্রেণি রয়েছে। তারা আমার অনুপস্থিতিকে খেয়াল করে। আমিও তাদের মিস করি।’
তারকাদের সামাজিক মাধ্যম ব্যবহার প্রসঙ্গেও নিজের মত জানালেন। আমরা আগে এত বেশি প্রকাশ্য ছিলাম না। এখন সব ওপেন, সব স্বচ্ছ। কোনো সত্য লুকিয়ে রাখার সুযোগ নেই, কোনো লুকোচুরিরও সুযোগ নেই। এখন শিল্পী মানুষরাও ওপেন মাইন্ডেড। তাই সামাজিক মাধ্যমে যে তথ্য প্রকাশ করছেন বা দিচ্ছেন, এটা মোটেও খারাপ নয়।