সাম্প্রতিক সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্যোগ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে সরকার।
gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ২০ তলা ভবনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।
বৈঠক সূত্রে জানা গেছে, দেশের সাম্প্রতিক অগ্নিকাণ্ড এবং দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় নিয়ে জাতীয় প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ নির্ধারণে এ সভা আয়োজন করা হয়েছে। বৈঠক এখনো চলমান রয়েছে।
সভায় উপস্থিত রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র্যাব ও বিজিবি প্রধান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা।