ফুটবল বিশ্বে শনিবারের রাতটা ছিল তারকাদের আলো ছড়ানোর। ইউরোপ থেকে আমেরিকা সবখানেই শিরোনামে ছিলেন সময়ের সেরা খেলোয়াড়েরা। লিওনেল মেসি হ্যাটট্রিক করে জিতে নিয়েছেন এমএলএস গোল্ডেন বুট। আর্লিং হল্যান্ডের জোড়া গোলে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে শেষ মুহূর্তের নাটকীয় গোলে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সোলোনা।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) মৌসুমের শেষ দিনে নিজের জাত চিনিয়েছেন লিওনেল মেসি। ন্যাশভিলের বিপক্ষে এক অ্যাসিস্ট সহ করেছেন হ্যাটট্রিক। আর্জেন্টাইন তারকার এমন দুর্দান্ত পারফরম্যান্সে ইন্টার মায়ামি ম্যাচটি জিতেছে ৫-২ গোলের বড় ব্যবধানে। প্রথমার্ধে ন্যাশভিল ২-১ গোলে এগিয়ে গেলেও, দ্বিতীয়ার্ধে মেসির জাদুতে পেরে উঠেনি তারা। এই হ্যাটট্রিকের মাধ্যমে ২৮ ম্যাচে ২৯ গোল করে ২০২৩ সালের পর প্রথমবারের মতো এমএলএস গোল্ডেন বুট নিজের করে নিলেন আর্জেন্টাইন মহাতারকা।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আরও একবার আর্লিং হল্যান্ডের গোলমেশিন কাণ্ড দেখল ফুটবল বিশ্ব। এভারটনের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে (৫৮’ ও ৬৩’) জোড়া গোল করে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলের জয় এনে দেন তিনি। এই জয়ে সিটি সাময়িকভাবে লিগের শীর্ষে উঠে এলেও, পরে ফুলহামকে হারিয়ে আর্সেনাল শীর্ষস্থান পুনরুদ্ধার করে।

লিগায় ইনজুরিতে জর্জরিত বার্সেলোনা প্রায় পয়েন্ট হারাতে বসেছিল জিরোনার বিপক্ষে। রবার্ট লেভান্ডোভস্কি, রাফিনিয়া, টের স্টেগেনসহ একঝাঁক তারকাকে ছাড়া খেলতে নামা বার্সাকে ১৩ মিনিটে এগিয়ে দেন পেদ্রি। তবে পরে গোল হজম করে সমতায় ফেরে ম্যাচ। ম্যাচটি যখন ১-১ ব্যবধানে ড্রয়ের দিকে যাচ্ছিল, তখনই ৯০তম মিনিটে বদলি হিসেবে বার্সাকে ২-১ গোলের নাটকীয় জয় এনে দেন রোনাল্ড আরাউহো। এই জয়ে ২২ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের শীর্ষে উঠে এসেছে কাতালানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *