‘পালিয়ে’ দক্ষিণ কোরিয়ায় প্রবেশ উত্তর কোরীয় সেনার
উত্তর কোরীয় সেনাদের সঙ্গে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন উন। ফাইল ছবি : এএফপি
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে থাকা কঠোরভাবে সুরক্ষিত স্থলসীমান্ত পেরিয়ে রবিবার এক উত্তর কোরীয় সেনা স্বেচ্ছায় দক্ষিণে প্রবেশ করার পর তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপিকে জানান, ওই সেনা ‘দক্ষিণে পালিয়ে আসতে চেয়েছিল।’

কয়েক হাজার উত্তর কোরিয়ান ১৯৫০-এর দশকের কোরিয়ান যুদ্ধের পর উপদ্বীপটি বিভক্ত হওয়ার পর থেকে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে এসেছে। অধিকাংশই প্রথমে স্থলপথে চীন প্রবেশ করে, পরে তৃতীয় কোনো দেশ হয়ে দক্ষিণ কোরিয়ায় পৌঁছান।

স্থলসীমান্ত পেরিয়ে এভাবে সরাসরি পলায়ন খুবই বিরল, কারণ সীমান্তটি ঘন বনাঞ্চল, বিপুল পরিমাণ মাইন ও দুই পক্ষের সেনাদের টহলে পরিপূর্ণ।

দক্ষিণ কোরিয়ার যৌথ সেনাপ্রধানের কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘মধ্যাঞ্চলীয় সীমান্তফ্রন্টে রবিবার সামরিক বিভাজনরেখা (এমডিএল) পেরিয়ে আসা এক উত্তর কোরিয়ান সেনাকে আমাদের বাহিনী হেফাজতে নিয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘আমাদের বাহিনী ওই ব্যক্তিকে এমডিএলের কাছাকাছি শনাক্ত করে, পর্যবেক্ষণ ও অনুসরণ করে এবং নিয়মিত প্রক্রিয়ায় তাকে আটক করে।’

এমডিএল বা সামরিক বিভাজনরেখা চলে গেছে ডিমিলিটারাইজড জোনের (ডিএমজেড) মধ্য দিয়ে — যা পৃথিবীর সবচেয়ে বেশি মাইন-সম্পন্ন ও সশস্ত্র সীমান্ত এলাকাগুলোর একটি।

কোরিয়া ইউনিফিকেশন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিশ্লেষক হং মিন বলেন, ‘ওই সেনা সম্ভবত সীমান্ত এলাকার ভূগোল সম্পর্কে ভালোভাবে জানত, যা তাকে মাইনভর্তি অঞ্চলের মধ্য দিয়ে পথ খুঁজে নিতে সাহায্য করেছে।’

তিনি আরো বলেন, ‘এই পলায়ন পিয়ংইয়ং ভালোভাবে নেবে না, কারণ ওই সেনা দক্ষিণ কোরিয়াকে সীমান্ত এলাকায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েন ও অভিযানের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *