সালমান খান

বলিউডের চির তরুণ, চিরকুমার কোন নায়কের কথা বললে সবার আগে যার নাম আসবে তিনি আর কেউ নন ভাইজান খ্যাত সালমান খান।

সালমান খানের প্রথম প্রেমিকা কে? এই প্রশ্নটি উঠলেই অনেকে বলবেন সঙ্গীতা বিজলানি। কিন্তু না। সঙ্গীতার আগেও তাঁর জীবনে আরও একজন এসেছিলেন। কে ছিলেন তিনি?

এই প্রশ্নের উত্তর পাওয়া গেছে সালমানকে নিয়ে লেখা একটি বইতে।

সেখানে তার শৈশব থেকে আজ পর্যন্ত যা যা ঘটেছে তারই খতিয়ান রয়েছে। শুধু তাই নয়, তার জীবনে কতজন এসেছে, কতজনের সঙ্গে ব্রেকআপ হয়েছে সব ওই বইতে প্রকাশিত হয়েছে। ওই বইতে দাবি করা হয়, সালমানের জীবনে পাঁচজন নারী এসেছিলেন। সারা দুনিয়া চারজনের নাম জানলেও পঞ্চমজন কে সেটা হয়ত কেউই জানেন না।

মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময় তার জীবনে আসে শাহিন জাফরি। এখন যুক্ত হয়েছে লুলিয়া ভান্তুরের নাম।

কে এই শাহিন? অভিনেতা অশোক কুমারের নাতনি শাহিন। অশোক কুমারের মেয়ে ভারতী সাইদ জাফরির ভাই হামিদকে বিয়ে করেন।

ওঁদের দুই মেয়ে। একজন জেনিব এবং অন্যজন শাহিন। এই শাহিন একজন পেশাদার মডেল ছিলেন।
সালমান খানের সঙ্গে তার অনেক দিনের সম্পর্ক ছিল। পরে সালমানের জীবনে সঙ্গীতা বিজলানি আসার পর শাহিন একটি এয়ারলাইন্সে চাকরি নিয়ে চলে যান।

সঙ্গীতা বিজলানী তো সালমানকে ছ্যাঁক দিয়ে বিয়ে করে ফেললেন ভারতীয় ক্রিকেটার আজহারউদ্দিনকে। সে বিয়েও অবশ্য ভেঙে যায়। ঐশ্বরিয়া তো এখন বচ্চন পরিবারের বউ। সালমানের জীবনে আসা ক্যাটরিনাও হুট করে রণবীরের গলায় ঝুলে পড়েন। জারিন খান আসেন নতুন ভাবে। বলিউডের এই গোলাপি প্রিন্সেস হয়ত সালমানের মন ধরতে পারেননি। তার পরই চলে এলেন লুলিয়া। রোমানিয়ান এই মেয়েই এখন সালমানের গসিপ জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *